খাম্বায় ঝুলন্ত তারের জঞ্জাল, বেড়েছে দুর্ভোগ-দুর্ঘটনা (ভিডিও)
প্রকাশিত : ১২:৩০, ১৭ ফেব্রুয়ারি ২০২৩
ঝুলন্ত তারের জঞ্জাল নামেনি খাম্বা থেকে। উপরন্তু বেড়েছে দুর্ভোগ-দুর্ঘটনা। অথচ ১২ বছর আগে রাজধানী থেকে তার অপসারণের সিদ্ধান্ত নিয়েছিল সরকার।
ঘটনাস্থল রামপুরা কাঁচাবাজার। তারের আগুনে পোড়ে ট্রান্সফরমার। অতপর আগুন ছড়িয়ে পড়ে একাধিক ভবনে।
রামপুরার এ ঘটনা মাত্র ক’দিন আগের। এরপরও এলাকা থেকে অপসারণ হয়নি তারের জঞ্জাল। গেল এক যুগ ধরে শুধু কথাবার্তাই চলছে কিন্তু বাস্তবে মাটির নিচে যায়নি মাথার উপরে ঝোলা ভয়ঙ্কর তার।
রাজধানীর প্রায় প্রত্যেক এলাকাতেই রয়েছে তারের জঞ্জাল। একই লাইনে জড়াজড়ি করছে টেলিফোন, ইন্টারনেট, ডিস সংযোগ আর বিদ্যুতের তার। ভার সইতে না পেরে কোথাও আবার দুমড়েমুষড়ে পরে থাকে রাস্তার মাঝেই। এর মধ্যেই ঝুঁকি নিয়ে হাঁটছে মানুষ, চলছে যান।
ভূগর্ভস্থ কেবল লাইন না বসালে জানমালের ক্ষতির পাশাপাশি কোনোদিনই সৌন্দর্যে ফিরবে না রাজধানী।
বিস্তারিত ভিডিওতে ....
এসএ/
আরও পড়ুন